1 জ্ঞানবান পুত্র পিতার আনন্দজনক,কিন্তু হীনবুদ্ধি পুত্র মাতার খেদজনক।
2 নাফরমানীর ধন কিছুই উপকারী নয়,কিন্তু ধার্মিকতা মৃত্যু থেকে উদ্ধার করে।
3 মাবুদ ধার্মিকের প্রাণ ক্ষুধায় ক্ষীণ হতে দেন না;কিন্তু তিনি দুষ্টদের কামনা দূর করেন।
4 যে শিথিল হাতে কাজ করে, সে দরিদ্র হয়;কিন্তু পরিশ্রমীদের হাত ধনবান করে।
5 যে গ্রীষ্মকালে সঞ্চয় করে, সে বুদ্ধিমান পুত্র;যে শস্য কাটার সময় নিদ্রিত থাকে, সে লজ্জাজনক পুত্র।
6 ধার্মিকের মাথায় বহু দোয়া অর্পিত হয়;কিন্তু দুষ্টদের মুখ জুলুম ঢেকে রাখে।