1 ছলনার দাঁড়িপাল্লা মাবুদেরঘৃণিত;কিন্তু ন্যায্য বাট্খারা তাঁর তুষ্টিকর।
2 অহঙ্কার আসলে অপমানও আসে;কিন্তু প্রজ্ঞাই নম্রদের সহচর।
3 সরলদের সিদ্ধতা তাদের পথ দেখাবে;কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাদেরকে নষ্ট করবে।
4 গজব নেমে আসার দিনে ধন উপকারে আসে না;কিন্তু ধার্মিকতা মৃত্যু থেকে রক্ষা করে।
5 নির্দোষের ধার্মিকতা তার পথ সরল করে;কিন্তু দুষ্ট নিজের দুষ্টতায় পতিত হয়।
6 সরলদের ধার্মিকতা তাদেরকে উদ্ধার করে;কিন্তু বিশ্বাসঘাতকেরা নিজ নিজ কামনায় ধরা পড়ে।