29 মাবুদ দুষ্টদের থেকে দূরে থাকেন,কিন্তু তিনি ধার্মিকদের মুনাজাত শুনেন।
30 চোখের জ্যোতি চিত্তকে আনন্দিত করে,মঙ্গল-সমাচার সমস্ত অস্থি পুষ্ট করে।
31 যার কান জীবনদায়ক তিরস্কার শোনে,সে জ্ঞানীদের মধ্যে অবস্থান করবে।
32 যে শাসন অমান্য করে, সে তার প্রাণকে তুচ্ছ করে;কিন্তু যে তিরস্কার শোনে, সে বুদ্ধি উপার্জন করে।
33 মাবুদের ভয় প্রজ্ঞার শাসন,আর সম্মানের আগে নম্রতা থাকে।