6 পুত্রদের সন্তানেরা বৃদ্ধদের মুকুট,এবং পিতারাই বালকদের শোভা।
7 বাক্পটু ঠোঁট মূর্খের অনুপযুক্ত,মিথ্যাবাদী ওষ্ঠ শাসনকর্তার জন্য আরও অনুপযুক্ত।
8 যে ঘুষ দেয়, তার দৃষ্টিতে ঘুষ বহুমূল্য মণির মত;সে যে দিকে ফেরে, সেই দিকে কৃতকার্য হয়।
9 যে অধর্ম মাফ করে, সে প্রেমের খোঁজ করে;কিন্তু যে পুনঃ পুনঃ এক কথা বলে, সে মিত্রভেদ জন্মায়।
10 বুদ্ধিমানের মনে তিরস্কার যত লাগে,হীনবুদ্ধির মনে একশত প্রহারও তত লাগে না।
11 দুর্জন কেবল বিদ্রোহ চেষ্টা করে,তার বিরুদ্ধে নিষ্ঠুর দূত প্রেরিত হবে।
12 বাচ্চা হারানো ভল্লুকীর সঙ্গে মানুষের সাক্ষাৎ হোক,তবু অজ্ঞানতায় মগ্ন হীনবুদ্ধি সঙ্গে না হোক।