1 আঙ্গুর-রস নিন্দুক;সুরা কলহকারিণী;যে তাতে ভ্রান্ত হয়, সে জ্ঞানবান নয়।
2 বাদশাহ্র ভয়ঙ্করতা সিংহের হুঙ্কারের মত;যে তাঁর ক্রোধ জন্মায়, সে নিজের প্রাণের বিরুদ্ধে গুনাহ্ করে।
3 ঝগড়া থেকে নিবৃত্ত হওয়া মানুষের গৌরব,কিন্তু মূর্খমাত্রেই ঝগড়া করবে।
4 শীতের দরুন অলস হাল চাষ করে না,শস্যের সময়ে সে চাইবে, কিন্তু কিছুই মিলবে না।