3 ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠানমাবুদের কাছে কোরবানীর চেয়ে বেশি গ্রহণযোগ্য।
4 উচ্চদৃষ্টি ও গর্বিত মন,দুষ্টদের সেই প্রদীপ গুনাহ্ময়।
5 পরিশ্রমীর চিন্তা থেকে কেবল ধনলাভ হয়,কিন্তু যে কেউ হঠকারী, তার কেবল অভাব ঘটে।
6 মিথ্যাবাদী জিহ্বা দ্বারা যে ধনলাভ হয়, তা চপল বাষ্পের মত,তা যারা খোঁজ করে তারা মৃত্যুর ফাঁদস্বরূপ।
7 দুষ্টদের দুর্জনতা তাদেরকে উড়িয়ে দেয়,কেননা তারা ন্যায়াচরণ করতে অসম্মত।
8 দোষ-ভারাক্রান্ত লোকের পথ ভীষণ বাঁকা;কিন্তু বিশুদ্ধ লোকের কাজ সরল।
9 ছাদের কোণে বাস করা বরং ভাল,তবু বিবাদিনী স্ত্রীর সঙ্গে প্রশস্ত বাড়িতে বাস করা নয়।