1 প্রচুর ধনের চেয়ে সুখ্যাতি বেছেনেওয়া ভাল;রূপা ও সোনার চেয়ে প্রসন্নতা ভাল।
2 ধনবান ও দরিদ্র একত্র মিলে;মাবুদ তাদের উভয়ের নির্মাতা।
3 সতর্ক লোক বিপদ দেখে নিজেকে লুকায়,কিন্তু অবোধ লোকেরা আগে গিয়ে দণ্ড পায়।
4 নম্রতা ও মাবুদের ভয়ের পুরস্কার হলধন, সম্মান ও জীবন।
5 কুটিল ব্যক্তির পথে কাঁটা ও ফাঁদ থাকে;যে নিজের প্রাণ রক্ষা করে, সে তাদের থেকে দূরে থাকবে।
6 বালককে তার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও,সে প্রাচীন হলেও তা ছাড়বে না।
7 ধনবান দরিদ্রদের উপরে কর্তৃত্ব করে,আর ঋণী মহাজনের গোলাম হয়।