20 আমি তোমার কাছে কি উৎকৃষ্ট কথা লিখি নিনানা যুক্তি ও জ্ঞান সম্বন্ধে?
21 যাতে তুমি সত্য ও নির্ভরযোগ্য কালাম জানতে পার,কেউ তোমাকে পাঠালে তুমি যেন তাকে সত্য উত্তর দিতে পার।
22 দীনহীন বলে তাদের দ্রব্য হরণ করো না,দুঃখীকে তোরণদ্বারে চূর্ণ করো না।
23 কেননা মাবুদ তাদের পক্ষ সমর্থন করবেন,আর যারা তাদের দ্রব্য হরণ করে, তাদের প্রাণ হরণ করবেন।
24 বদরাগী লোকের সঙ্গে বন্ধুতা করো না,ক্রোধীর সঙ্গে যাতায়াত করো না;
25 পাছে তুমি তার আচরণ শিক্ষা কর,নিজের প্রাণের জন্য ফাঁদ প্রস্তুত কর।
26 যারা হাতে তালি দেয় ও ঋণের জামিন হয়,তাদের মধ্যে তুমি এক জন হয়ো না।