7 ধনবান দরিদ্রদের উপরে কর্তৃত্ব করে,আর ঋণী মহাজনের গোলাম হয়।
8 যে অধর্ম-বীজ বোনে, সে দুর্গতি-শস্য কাটবে,আর তার কোপের দণ্ড লোপ পাবে।
9 উদার ব্যক্তি দোয়াযুক্ত হবে;কারণ সে দীনহীন লোককে নিজের খাদ্যের অংশ দেয়।
10 নিন্দুককে তাড়িয়ে দাও, ঝগড়া বাইরে যাবে,বিরোধ ও অবমাননাও ঘুচবে।
11 যে হৃদয়ের পাক-পবিত্রতা ভালবাসে, তার ওষ্ঠে রহমত থাকে,বাদশাহ্ তার বন্ধু হন।
12 মাবুদের চোখ জ্ঞানবানকে রক্ষা করে;কিন্তু তিনি বেঈমানদের কথাবার্তা বিফল করে দেন।
13 অলস বলে, বাইরে সিংহ আছে,চৌরাস্তায় গেলে আমি মারা পড়বো।