মেসাল 25:19-25 BACIB

19 সঙ্কটের সময়ে বিশ্বাসঘাতকের উপর ভরসাভাঙ্গ দাঁত ও বিকল পায়ের মত।

20 যে বিষণ্ন অন্তরের কাছে গজল গান করে,সে যেন শীতকালে কাপড় ছাড়ে,ক্ষতস্থানের উপরে অম্লরস দেয়।

21 তোমার দুশমন যদি ক্ষুধিত হয়, তাকে অন্ন ভোজন করাও;যদি সে পিপাসিত হয়, তাকে পানি পান করাও;

22 কেননা তা করলে তা হবেতার মাথায় জ্বলন্ত অঙ্গার রাশি করে রাখার মত,আর মাবুদ তোমাকে পুরস্কার দেবেন।

23 উত্তর দিকের বায়ু বৃষ্টির উৎপাদক,তেমনি রটনাকারীর জিহ্বা ক্রোধদৃষ্টির জন্ম দেয়।

24 বরং ছাদের কোণে বাস করা ভাল;তবু বিবাদিনী স্ত্রীর সঙ্গে প্রশস্ত বাড়িতে বাস করা ভাল নয়।

25 পিপাসিত প্রাণের পক্ষে যেমন শীতল পানি,দূরদেশ থেকে পাওয়া মঙ্গল সংবাদ তেমনি।