1 আগামীকালের বিষয়ে গর্বেরকথা বলো না;কেননা এক দিন কি উপস্থিত করবে, তা তুমি জান না।
2 অপরে তোমার প্রশংসা করুক,তোমার নিজের মুখ না করুক;অন্য লোকে করুক, তোমার নিজের ওষ্ঠ তা না করুক।
3 পাথর খুব ভারী ও বালিও ভারী,কিন্তু অজ্ঞানের অসন্তোষ ঐ দু’টোর চেয়ে ভারী।
4 ক্রোধ নিষ্ঠুর ও কোপ বন্যার মত,কিন্তু অন্তর্জ্বালার কাছে কে দাঁড়াতে পারে?
5 বরং প্রকাশ্য তিরস্কার ভাল,তবু গুপ্ত মহব্বত ভাল নয়।
6 প্রণয়ীর প্রহার বিশ্বাসযোগ্য,কিন্তু দুশমনের চুম্বন চাতুরীপূর্ণ।