মেসাল 27:8-14 BACIB

8 যেমন বাসা থেকে ভ্রমণকারী পাখি,তেমনি স্বস্থান থেকে ভ্রমণকারী মানুষ।

9 সুগন্ধি তেল ও ধূপ চিত্তকে আমোদিত করে,বন্ধুর আন্তরিক পরামর্শজনিত মিষ্টতাও তদ্রূপ।

10 নিজের মিত্রকে ও পিতার মিত্রকে ত্যাগ করো না;নিজের বিপদের সময়ে ভাইয়ের বাড়িতে যেও না;দূরস্থ ভাইয়ের চেয়ে নিকটস্থ প্রতিবেশী ভাল।

11 বৎস, জ্ঞানবান হও; আমার চিত্তকে আনন্দিত কর;তাতে যে আমাকে ব্যঙ্গ করে, তাকে উত্তর দিতে পারবো।

12 সতর্ক লোক বিপদ দেখে নিজেকে লুকায়;কিন্তু অবোধেরা আগে গিয়ে দণ্ড পায়।

13 যে অপরের জামিন হয়, তার পোশাক নাও;যে বিজাতীয়ার জামিন হয়, তার পোশাক বন্ধক হিসেবে রাখ।

14 যে ভোরে উঠে উচ্চৈঃস্বরে নিজের বন্ধুকে দোয়া করে,তা তার পক্ষে বদদোয়ারূপে গণিত হয়।