9 তুমি মাবুদকে সম্মান কর নিজের ধন দিয়ে,আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশ দিয়ে;
10 তাতে তোমার গোলাঘরগুলো বহু শস্যে পূর্ণ হবে,তোমার কুণ্ডে নতুন আঙ্গুর-রস উথলে পড়বে।
11 বৎস, মাবুদের শাসন তুচ্ছ করো না,তিনি অনুযোগ করলে ক্লান্ত হয়ো না;
12 কেননা মাবুদ যাকে মহব্বত করেন,তাকেই শাস্তি প্রদান করেন,যেমন পিতা প্রিয় পুত্রের প্রতি করেন।
13 সুখী সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায়,সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে;
14 কেননা রূপার বাণিজ্যের চেয়েও তার বাণিজ্য উত্তম,সোনার চেয়েও প্রজ্ঞা-লাভ উত্তম।
15 তা মুক্তার চেয়েও বহুমূল্য;তোমার অভীষ্ট কোন বস্তু তার সমান নয়।