1 যাকির পুত্র আগূরের কথা;দৈববাণী।ঈথীয়েলের প্রতি, ঈথীয়েল ও উকলের প্রতি সেই ব্যক্তির উক্তি।
2 সত্যি, আমি মানুষের মধ্যে সবচেয়ে মূর্খ,মানুষের বিবেচনা আমার নেই।
3 আমি প্রজ্ঞা শিক্ষা করি নি,পবিত্রতমের জ্ঞান আমার নেই।
4 কে বেহেশতে গিয়ে নেমে এসেছেন?কে তার মুষ্টিদ্বয়ে বায়ু গ্রহণ করেছেন?কে তার কাপড়ের মধ্যে জলরাশি বেঁধেছেন?কে দুনিয়ার সমস্ত প্রান্ত স্থাপন করেছেন?তাঁর নাম কি? তাঁর পুত্রের নাম কি? যদি জান, বল।
5 আল্লাহ্র প্রত্যেক কালাম পরীক্ষাসিদ্ধ;তিনি নিজের শরণাপন্ন লোকদের ঢালস্বরূপ।
6 তাঁর কালামের সঙ্গে কিছু যোগ করো না;পাছে তিনি তোমার দোষ ব্যক্ত করেন,আর তুমি মিথ্যাবাদী প্রতিপন্ন হও।