15 জোঁকের দু’টা কন্যা আছে, ‘দেহি, দেহি’।তিনটা জিনিস কখনও তৃপ্ত হয় না।চারটা জিনিস কখনও বলে না, যথেষ্ট হল;
16 পাতাল,বন্ধ্যা স্ত্রীলোকের জঠর,ভূমি, যা পানিতে তৃপ্ত হয় না,আগুন, যা বলে না, যথেষ্ট হল।
17 যে চোখ তার পিতাকে পরিহাস করে,নিজের মাতার হুকুম মানতে অবহেলা করে,উপত্যকার কাকেরা তা তুলে নবে,ঈগল পাখির বাচ্চাগুলো তা খেয়ে ফেলবে।
18 তিনটা জিনিস আমার জ্ঞানের অগম্য,চারটা জিনিস আমি বুঝতে পারি না;
19 ঈগল পাখির পথ আসমানে,সাপের পথ শৈলের উপরে,জাহাজের পথ সমুদ্রের মধ্যস্থলে,পুরুষের পথ যুবতীতে।
20 জেনাকারীণীর পথও তদ্রূপ;সে খেয়ে মুখ মোছে,আর বলে, আমি অধর্ম করি নি।
21 তিনটার ভারে ভূতল কাঁপে,চারটার ভারে কাঁপে, সইতে পারে না;