12 তিনি সারা জীবন তাঁর উপকার করেন,অপকার করেন না।
13 তিনি ভেড়ার লোম ও মসীনা খোঁজ করেন,প্রফুল্লভাবে নিজের হাতে কাজ সম্পাদন করেন।
14 তিনি বাণিজ্য-জাহাজগুলোর মত,দূর থেকে নিজের খাদ্যসামগ্রী আনয়ন করেন।
15 তিনি রাত থাকতে উঠেন,আর নিজের পরিজনদের খাদ্য দেন,নিজের বাঁদীদেরকে নির্ধারিত কাজ দেন।
16 তিনি ভূমির বিষয়ে সঙ্কল্প করে তা ক্রয় করেন,নিজের হাতের ফল দিয়ে আঙ্গুরের বাগান প্রস্তুত করেন।
17 তিনি বলযুক্ত হয়ে কোমরবন্ধনী পরেন,আপন বাহুযুগল বলশালী করেন।
18 তিনি দেখতে পান, তাঁর ব্যবসায় উত্তম,রাতে তাঁর দীপ নির্বাপিত হয় না।