8 তবু সে গ্রীষ্মকালে তার খাদ্য জমা করে,শস্য কাটার সময়ে খাবার সঞ্চয় করে।
9 হে অলস, তুমি কত কাল শুয়ে থাকবে?কখন নিদ্রা থেকে উঠবে?
10 ‘আর একটু নিদ্রা, আর একটু তন্দ্রা,আর একটু শুয়ে হাত জড়সড় করবো’;
11 তাই তোমার দরিদ্রতা দস্যুর মত আসবে,তোমার দৈন্যদশা সশস্ত্র ব্যক্তির মত আসবে।
12 যে ব্যক্তি পাষণ্ড, যে লোক অপরাধী,সে মুখের কুটিলতায় চলে,
13 সে চোখ দিয়ে ইঙ্গিত করে, পা দিয়ে কথা বলে,সে আঙ্গুল দ্বারা সঙ্কেত করে,
14 তার অন্তরে কুটিলতা থাকে,সে সতত কুকল্পনা করে,সে ঝগড়া ছড়িয়ে দেয়।