মেসাল 8:26-32 BACIB

26 তখন তিনি দুনিয়া ও এর ভূমি নির্মাণ করেন নি,দুনিয়ার ধূলির প্রথম অণুও গড়েন নি।

27 যখন তিনি আসমান প্রস্তুত করেন,তখন আমি সেখানে ছিলাম;যখন তিনি জলধিপৃষ্ঠের চক্রাকার সীমা নির্ধারণ করলেন,

28 যখন তিনি ঊর্ধ্বস্থ আসমান দৃঢ়ভাবে নির্মাণ করলেন,যখন জলধির প্রবাহগুলো প্রবল হল,

29 যখন তিনি সমুদ্রের সীমা স্থির করলেন,যেন পানি তাঁর হুকুম লঙ্ঘন না করে,যখন তিনি দুনিয়ার মূল নির্ধারণ করলেন;

30 তৎকালে আমি তাঁর কাছে কার্যকারী ছিলাম;আমি প্রতিদিন আনন্দময় ছিলাম,তাঁর সম্মুখে নিত্য আহ্লাদ করতাম;

31 আমি তাঁর দুনিয়াতে আহ্লাদ করতাম,বনি-আদমগণে আমার আনন্দ হত।

32 অতএব বৎসরা, এখন আমার কথা শোন;কেননা তারা সুখী, যারা আমার পথে চলে।