8 আমার মুখের সমস্ত কালাম ধর্মময়;তার মধ্যে বক্রতা বা কুটিলতা কিছুই নেই।
9 বুদ্ধিমানের কাছে সেসব স্পষ্ট,জ্ঞানীদের কাছে সেসব সরল।
10 আমার শাসনই গ্রহণ কর, রূপা নয়,উৎকৃষ্ট সোনার চেয়ে জ্ঞান ভাল করতে আগ্রহী হও।
11 কেননা প্রজ্ঞা মুক্তা হতেও উত্তম,কোন অভীষ্ট বস্তু তার সমান নয়।
12 আমি প্রজ্ঞা, চতুরতার সঙ্গে বাস করি,পরিণামদর্শিতার তত্ত্ব জানি।
13 মাবুদের ভয় নাফরমানীর প্রতি ঘৃণা;অহঙ্কার, দাম্ভিকতা ও কুপথ,এবং কুটিল মুখও আমি ঘৃণা করি।
14 পরামর্শ ও বুদ্ধিকৌশল আমার,আমিই সুবিবেচনা, পরাক্রম আমার।