12 এভাবে তারা সকলে চমৎকৃত হল ও হতবুদ্ধি হয়ে পরস্পর বলতে লাগল, এর অর্থ কি?
13 অন্য লোকেরা পরিহাস করে বললো, ওরা মিষ্ট আঙ্গুর-রসে মাতাল হয়েছে।
14 কিন্তু পিতর এগার জনের সঙ্গে দাঁড়িয়ে উচ্চৈঃস্বরে তাদের কাছে বক্তৃতা করে বললেন, হে ইহুদী লোকেরা, হে জেরুশালেম-নিবাসী সকলে, তোমরা এই কথা জেনে রাখ এবং আমার কথা শুন।
15 কেননা তোমরা যে অনুমান করছো, এরা মাতাল, তা নয়, কারণ এখন তো সকাল নয় ঘটিকা মাত্র।
16 কিন্তু এটি সেই ঘটনা, যার কথা যোয়েল নবীর মধ্য দিয়ে বলা হয়েছে,
17 “শেষ কালে এরকম হবে, এই কথা আল্লাহ্ বলছেন,আমি মানুষের উপরে আমার রূহ্ সেচন করবো;তাতে তোমাদের পুত্ররা ও তোমাদের কন্যারা ভবিষ্যদ্বাণী বলবে,আর তোমাদের যুবকেরা দর্শন পাবে,এবং তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখবে।
18 আবার আমার গোলামদের উপরেএবং আমার বাঁদীদের উপরে সেই সময়ে আমি আমার রূহ্ সেচন করবো,আর তারা ভবিষ্যদ্বাণী বলবে।