প্রেরিত 28:24-30 BACIB

24 তাতে কেউ কেউ তার কথায় বিশ্বাস করল, আর কেউ কেউ অবিশ্বাস করলেন।

25 এভাবে তাদের মধ্যে মতের একতা না হওয়ায় তারা বিদায় হতে লাগল; যাবার আগে পৌল এই একটি কথা বলে দিলেন, পাক-রূহ্‌ ইশাইয়া নবীর দ্বারা আপনাদের পূর্ব-পুরুষদেরকে এই কথা ভালই বলেছিলেন, যথা—

26 “এই লোকদের কাছে গিয়ে বল, তোমরা কানে শুনবে,কিন্তু কোন মতে বুঝবে না,এবং চোখে দেখবে, কিন্তু কোন মতে জানবে না;

27 কারণ এই লোকদের অন্তর অসার হয়েছে,শুনতে তাদের কান ভারী হয়েছে,ও তারা চোখ বন্ধ করে রেখেছে,পাছে তারা চোখে দেখে,এবং কানে শুনে, অন্তরে বুঝে এবং ফিরে আসে,আর আমি তাদেরকে সুস্থ করি।”

28 অতএব আপনারা জানুন যে, অ-ইহুদীদের কাছে আল্লাহ্‌র এই নাজাত প্রেরিত হল; আর তারা তা শুনবে।

29 আর পৌল সমপূর্ণ দু’বছর পর্যন্ত একটি ভাড়াটিয়া ঘরে থাকলেন এবং যত লোক তাঁর কাছে আসত, সকলকেই গ্রহণ করে সমপূর্ণ সাহসপূর্বক আল্লাহ্‌র রাজ্যের কথা তবলিগ করতেন,

30 এবং ঈসা মসীহের বিষয়ে উপদেশ দিতেন, কেউ তাঁকে বাধা দিত না।