32 ইস্রায়েলীয়েরা মরু-এলাকায় থাকবার সময় একজন লোককে বিশ্রামবারে কাঠ কুড়াতে দেখা গেল।
33 যারা তাকে কাঠ কুড়াতে দেখল তারা তাকে মোশি, হারোণ এবং সমস্ত ইস্রায়েলীয়দের কাছে নিয়ে গেল।
34 এই রকম লোককে নিয়ে কি করতে হবে তা বলা হয় নি বলে তাঁরা তাকে আটক করে রাখলেন।
35 তখন সদাপ্রভু মোশিকে বললেন, “লোকটাকে মেরে ফেলতে হবে। ছাউনির বাইরে নিয়ে গিয়ে সমস্ত ইস্রায়েলীয়েরা তাকে পাথর মারবে।”
36 কাজেই ইস্রায়েলীয়েরা মোশির মধ্য দিয়ে দেওয়া সদাপ্রভুর আদেশ মত তাকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলল।
37-38 তারপর সদাপ্রভু মোশিকে ইস্রা-য়েলীয়দের এই কথা বলতে বললেন, “তোমরা তোমাদের গায়ের চাদরের কোণায় থোপ্না লাগাবে এবং প্রত্যেকটা থোপ্না নীল সুতা দিয়ে কাপড়ের সংগে বেঁধে দেবে। এটা তোমাদের বংশের পর বংশ ধরে করতে হবে।
39 সেই থোপ্নাগুলো বাঁধবে যেন সেগুলোর দিকে চোখ পড়লে আমার সমস্ত আদেশের কথা তোমাদের মনে পড়ে এবং তোমরা তা মেনে চল। তাহলে তোমরা আমার প্রতি অবিশ্বস্ত হয়ে তোমাদের অন্তরের আর চোখের কামনার কাছে নিজেদের তুলে দেবে না।