11 আপনি এক্ষুনি বাড়ী চলে যান। আমি আপনাকে অনেক পুরস্কার দেব বলেছিলাম কিন্তু সদাপ্রভু তা আপনাকে পেতে দিলেন না।”
12 উত্তরে বিলিয়ম বালাককে বললেন, “আমি কি আপনার পাঠানো লোকদের বলি নি যে,
13 যদিও বালাক সোনা-রূপায় ভরা রাজবাড়ীটা আমাকে দেন তবুও আমার নিজের ইচ্ছায় আমি ভাল-মন্দ কিছুই করতে পারব না বা সদাপ্রভুর আদেশের বাইরে যেতে পারব না, আর সদাপ্রভু যা বলবেন কেবল তা-ই আমাকে বলতে হবে?
14 আমি এখন আমার লোকদের কাছে ফিরে যাচ্ছি, কিন্তু তার আগে আমি আপনাকে সাবধান করে বলে দিয়ে যাচ্ছি এই জাতি ভবিষ্যতে আপনার জাতির প্রতি কি করবে।”
15 বিলিয়ম তখন ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন:“বিয়োরের ছেলে বিলিয়িমএই কথা বলছে,যার চোখ খোলা রয়েছে সেএই কথা বলছে,
16 যে লোক ঈশ্বরের বাক্য শুনছেআর মহান ঈশ্বরের কাছ থেকেজ্ঞান পাচ্ছে,যে সর্বশক্তিমানের দেওয়া দর্শন দেখছে,যে মাটির উপর উবুড় হয়ে পড়েছে,আর যার চোখের ঠুলি খুলে গেছে,সে এই কথা বলছে:
17 ‘এখন না হলেও আমি তাঁকেদেখতে পাচ্ছি,যদিও তিনি কাছে ননতবুও তাঁর উপর আমার চোখ পড়ছে।একটা তারা উঠবে যাকোবের বংশে,একটা রাজদণ্ড উঠবে ইস্রায়েলেরমধ্য থেকে।মোয়াবীয়দের আর শেথের সন্তানদের মাথাতিনি চুরমার করে দেবেন।