গণনাপুস্তক 24:20-25 SBCL

20 অমালেকীয়দের দেখে বিলিয়ম ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন:“সব জাতির মধ্যেঅমালেকীয়েরা ছিল প্রধান,কিন্তু ধ্বংসেই তার শেষ হবে।”

21 তারপর বিলিয়ম কেনীয়দের দেখে ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন:“তোমাদের থাকবার জায়গা চিরস্থায়ী;পাহাড়ে তোমাদের বাসা রয়েছে।

22 কিন্তু কেনীয়েরা, শেষে তোমরাধ্বংস হয়ে যাবে;আসিরিয়া কতকাল তোমাদেরআর বন্দী করে রাখবে?”

23 তারপর বিলিয়ম ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন:“হায়! ঈশ্বর যখন এই সব করবেন,তখন কি কেউ বেঁচে থাকতে পারবে?

24 সাইপ্রাস দ্বীপের কিনারা থেকেজাহাজ এসেদমন করবে আসিরীয় আর এবরীয়দের;কিন্তু সাইপ্রাসের লোকেরাধ্বংস হয়ে যাবে।”

25 এর পর বিলিয়ম উঠে বাড়ীর দিকে রওনা হলেন আর বালাকও তাঁর নিজের পথে চলে গেলেন।