গণনাপুস্তক 27:14-22 SBCL

14 এর কারণ হল, সীন মরু-এলাকায় ইস্রায়েলীয়েরা যখন জলের জন্য বিদ্রোহ করেছিল তখন ইস্রায়েলীয়দের সামনে আমাকে পবিত্র বলে মান্য করবার আদেশ তোমরা অমান্য করেছিলে।” এটা সীন মরু-এলাকায় কাদেশের মরীবার জলের কথা।

15-17 এই কথা শুনে মোশি সদাপ্রভুকে বললেন, “সদাপ্রভু, যিনি সমস্ত মানুষের প্রাণদাতা ঈশ্বর, তিনিই ইস্রায়েলীয়দের উপরে এমন একজন লোককে নিযুক্ত করুন, যে নেতা হয়ে সমস্ত কিছুতে এই লোকদের পরিচালনা করতে পারবে। তাতে সদাপ্রভুর লোকেরা রাখালহীন ভেড়ার মত হয়ে পড়বে না।”

18 এর উত্তরে সদাপ্রভু মোশিকে বললেন, “নূনের ছেলে যিহোশূয়ের মধ্যে ঈশ্বরের আত্মা আছেন। তুমি তাকে এনে তার উপর তোমার হাত রাখ।

19 তুমি তাকে পুরোহিত ইলিয়াসর ও ইস্রায়েলীয়দের সামনে উপস্থিত করে তাদের সামনেই তাকে কাজের ভার দাও।

20 তোমাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার কিছুটা তুমি তার হাতে দাও যাতে ইস্রায়েলীয়েরা সবাই তাকে মেনে চলে।

21 তাকে পুরোহিত ইলিয়াসরের কাছে যেতে হবে, আর ইলিয়াসর তার হয়ে ঊরীমের সাহায্যে সদাপ্রভুর নির্দেশ জেনে নেবে। ইলিয়াসরের আদেশেই তাকে এবং ইস্রায়েলীয়দের অন্য সবাইকে চলতে হবে।”

22 মোশি ঈশ্বরের আদেশ মতই কাজ করলেন। তিনি যিহোশূয়কে পুরোহিত ইলিয়াসর ও ইস্রায়েলীয়দের সামনে উপস্থিত করলেন।