16 সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি লেবীয়দের গণনা করলেন।
17 লেবির ছেলেদের নাম ছিল গের্শোন, কহাৎ ও মরারি।
18 গের্শোনের ছেলে লিব্নি ও শিমিয়ি ছিলেন দু’টি বংশের পিতা।
19 কহাতের ছেলে অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল ছিলেন চারটি বংশের পিতা।
20 মরারির ছেলে মহলি ও মূশি ছিলেন দু’টি বংশের পিতা। এই হল বংশ-পিতা অনুসারে লেবি-গোষ্ঠীর বিভিন্ন বংশের পরিচয়।
21 গের্শোন ছিলেন লিব্নি ও শিমিয়ি বংশের পূর্বপুরুষ।
22 এই বংশগুলোর এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের গণনার পর দেখা গেল যে, তাদের সংখ্যা সাত হাজার পাঁচশো।