গণনাপুস্তক 33:15-35-41-47 SBCL

15-35 রফীদীম ছেড়ে তারা সিনাই মরু-এলাকায় গিয়ে ছাউনি ফেলেছিল। এর পরে তারা পর পর যে সব জায়গায় গিয়ে ছাউনি ফেলেছিল তা হল কিব্রোৎ-হত্তাবা, হৎসেরোৎ, রিৎমা, রিম্মোণ-পেরস, লিব্‌না, রিস্‌সা, কহেলাথা, শেফর পাহাড়, হরাদা, মখেলোৎ, তহৎ, তেরহ, মিৎকা, হশ্‌মোনা, মোষেরোৎ, বনে-যাকন, হোর্‌-হগিদ্‌গদ, যট্‌বাথা, অব্রোণা এবং ইৎসিয়োন-গেবর।

36 এর পর তারা সীন মরু-এলাকার মধ্যে কাদেশে গিয়ে ছাউনি ফেলেছিল।

37 কাদেশ ছেড়ে তারা ইদোমের সীমানার কাছে হোর পাহাড়ে গিয়ে ছাউনি ফেলেছিল।

38 ইস্রায়েলীয়েরা মিসর দেশ থেকে বের হয়ে আসবার পর চল্লিশ বছরের পঞ্চম মাসের প্রথম দিনে সদাপ্রভুর আদেশে পুরোহিত হারোণ হোর পাহাড়ের উপরে উঠে গিয়েছিলেন এবং সেখানে মারা গিয়েছিলেন।

39 হোর পাহাড়ের উপর হারোণের মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল একশো তেইশ বছর।

40 এর মধ্যে অরাদের কনানীয় রাজা ইস্রায়েলীয়দের আসবার খবর শুনতে পেয়েছিলেন। তিনি কনান দেশের নেগেভে বাস করতেন।

41-47 তারপর ইস্রায়েলীয়েরা হোর পাহাড় ছেড়ে পর পর যে সব জায়গায় গিয়ে ছাউনি ফেলেছিল তা হল সল্‌মোনা, পূনোন, ওবোৎ, মোয়াবের সীমানায় ইয়ী-অবারীম, দীবোন-গাদ এবং অল্‌মোন-দিব্লাথয়িম। তারপর তারা অবারীম পাহাড়শ্রেণীতে পৌঁছে নবো পাহাড়ের কাছে ছাউনি ফেলেছিল।