গণনাপুস্তক 7:1-6 SBCL

1 যেদিন আবাস-তাম্বুটা খাটানো শেষ হল সেই দিন মোশি তার উপর অভিষেক-তেল দিয়ে গোটা তাম্বুটা এবং তার সাজ-সরঞ্জাম সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে নিলেন। তিনি বেদী ও তার বাসন-কোসনের উপর অভিষেক তেল দিয়ে সেগুলোও আলাদা করে নিলেন।

2 তারপর ইস্রায়েলীয়দের নেতারা, অর্থাৎ বংশের নেতারা উপহার আনলেন। এঁরাই হলেন সেই সব গোষ্ঠী-নেতা যাঁদের উপর গণনা করা লোকদের দেখাশোনার ভার ছিল।

3 উপহার হিসাবে তাঁরা ছয়টা ছই দেওয়া গরুর গাড়ি এবং বারোটা বলদ সদাপ্রভুর সামনে এনে রাখলেন। তাতে প্রত্যেক নেতার পক্ষ থেকে একটা করে বলদ আর প্রতি দু’জনের পক্ষ থেকে একটা করে গরুর গাড়ি দেওয়া হল। তাঁরা সেগুলো এনে আবাস-তাম্বুর সামনে রাখলেন।

4 তখন সদাপ্রভু মোশিকে বললেন,

5 “তুমি এদের কাছ থেকে এগুলো গ্রহণ কর যাতে সেগুলো মিলন-তাম্বুর কাজে লাগানো যায়। লেবীয়দের কাজ অনুসারে তুমি এগুলো তাদের মধ্যে ভাগ করে দাও।”

6 সেইজন্য মোশি সেই গাড়ি ও বলদগুলো লেবীয়দের ভাগ করে দিলেন।