18 তিনি বাদশাহ্দের কর্তৃত্ববন্ধন মুক্ত করেন,তাদের কোমরে বন্দীর কোমরবন্ধনী বেঁধে দেন,
19 ইমামদেরকে সর্বস্বহীন করে নিয়ে যান,প্রতাপশালীদের পদচ্যুত করেন।
20 তিনি বিশ্বস্তদের কথা অন্যথা করেন,বৃদ্ধদের বিবেচনা হরণ করেন।
21 তিনি কর্তাদের উপরে ঘৃণা ঢেলে দেন,বিক্রমীদের কোমরবন্ধনী খুলে ফেলেন।
22 তিনি অন্ধকার থেকে নিগূঢ়তত্ত্ব প্রকাশ করেন,মৃত্যুচ্ছায়াকে আলোর মধ্যে আনয়ন করেন।
23 তিনি জাতিদেরকে মহান করেন, আবার বিনাশ করেন,জাতিদেরকে প্রসারিত করেন, আবার নিয়ে যান।
24 তিনি দুনিয়ার লোকদের নেতাদের হৃদয় হরণ করেন,পথহীন মরুভূমিতে তাদেরকে ভ্রমণ করান।