আইউব 35 BACIB

ইলীহূ আত্মধার্মিকতার দোষারোপ করেন

1 ইলীহূ আরও বলতে লাগলেন,

2 আপনিই বলেন এই কথা কি ঠিক হতে পারে?আপনি কি বলছেন, আল্লাহ্‌র দৃষ্টিতে আপনি ধার্মিক?

3 কারণ আপনি বলছেন, ধার্মিকতায় আমার কি লাভ?গুনাহ্‌ করলে যা হত, তার চেয়ে আমার কি বেশি লাভ হবে?

4 আমি আপনাকে জবাব দেব,আপনার বন্ধুদেরকেও সঙ্গে সঙ্গে জবাব দেব।

5 আকাশমণ্ডলের প্রতি দৃষ্টিপাত করুন,মেঘমালা নিরীক্ষণ করুন, তা আপনা থেকে উচ্চ।

6 আপনি যদি গুনাহ্‌ করেন, তার বিরুদ্ধে কি করবেন?অধর্মের বাহুল্যে আপনি তাঁর কি করবেন?

7 যদি ধার্মিক হন, তাঁকে কি দিতে পারেন?আপনার হাত থেকেই বা তিনি কি গ্রহণ করবেন?

8 আপনার নাফরমানীর ফল আপনার মত মানুষের উপর,এবং আপনার ধার্মিকতার ফল মানুষের-সন্তানের উপর বর্তে।

9 উপদ্রবের বাহুল্যে লোকে কান্নাকাটি করে,বলবানদের হাত থেকে রক্ষা পাবার জন্য মিনতি করে।

10 কিন্তু কেউ বলে না, আমার নির্মাতা আল্লাহ্‌ কোথায়?তিনি তো রাতের বেলায় শক্তি দান করেন।

11 তিনি ভূতলের পশুদের চেয়ে আমাদের বেশি শিক্ষা দেন,আসমানের পাখিগুলোর চেয়ে বেশি বুদ্ধিমান করেন।

12 সেখানে দুর্বৃত্তদের অহঙ্কারের দরুন লোকে কান্নাকাটি করে,কিন্তু তিনি জবাব দেন না।

13 বাস্তবিক আল্লাহ্‌ মিথ্যা ফরিয়াদ শোনেন না,সর্বশক্তিমান তা নিরীক্ষণ করেন না।

14 আর আপনি বলছেন, আমি তাকে দেখতে পাই না;বিচার তাঁর সম্মুখে, তাঁর অপেক্ষা করুন।

15 কিন্তু এখন তিনি নিজের কোপে শাসন করেন নি,দুষ্টতার প্রতি বিশেষ খেয়াল রাখেন নি,

16 তাই আইউব অসার কথায় মুখ খুলেছেন,তিনি না জেনেও অনেক কথা বলেন।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42