আইউব 23 BACIB

হযরত আইউবের জবাব: আমার অভিযোগ তিক্ত

1 তখন আইউব জবাবে বললেন,

2 আজও আমার মাতম তীব্র,আমার কাতরতা থেকে আমার অসুখ ভারী,

3 আহা! যদি তাঁর উদ্দেশ পেতে পারি,যদি তার আসনের কাছে যেতে পারি,

4 তবে আমি তাঁর সম্মুখে আমার বিচার বর্ণনা করবো,আমি নানা যুক্তিতর্কে আমার মুখ পূর্ণ করবো।

5 তিনি কি কি কথায় উত্তর দেবেন, তা জানবো,তিনি আমাকে কি বলবেন, তা বুঝবো।

6 তিনি কি তাঁর মহাপরাক্রমে আমার সঙ্গেউত্তর প্রত্যুত্তর করবেন?না, তিনি আমার প্রতি মনোযোগ দেবেন।

7 সেখানে সরল লোক তার সঙ্গে বিচার করতে পারে,এবং আমি আমার বিচারকর্তা থেকে চিরতরে উদ্ধার পেতে পারি।

8 দেখ, আমি অগ্রসর হই, কিন্তু তিনি সেখানে নেই,পিছনের দিকে যাই, তাঁকে দেখতে পাই না;

9 বামদিকে যাই, যখন তিনি কাজ করেন,কিন্তু তাঁর দর্শন পাই না;তিনি ডান দিকে নিজেকে গোপন করেন,আমি তাঁকে দেখতে পাই না।

10 অথচ আমি কোন্‌ পথে যাই তিনি তা জানেন,তিনি আমার পরীক্ষা করলে আমি সোনার মতই উত্তীর্ণ হবো।

11 আমার পা তাঁর পায়ের চিহ্ন ধরে চলেছে,তাঁর পথে রয়েছি, বিপথগামী হই নি।

12 তাঁর ওষ্ঠনির্গত হুকুম থেকে আমি সরে আসি নি,আমার প্রয়োজনীয় যা,তারচেয়ে তাঁর মুখের কালাম বেশি সঞ্চয় করেছি।

13 কিন্তু তিনি একাগ্রচিত্ত; কে তাঁকে ফিরাতে পারে?তিনি যা ইচ্ছা, তা-ই করেন।

14 তিনি, আমার জন্য যা নির্ধারিত, তা-ই সফল করেন,এবং এরকম অনেক কাজ তাঁর কাছে রয়েছে।

15 এই কারণ আমি তাঁর সাক্ষাতে ভয় পাই;যখন বিবেচনা করি তা থেকে ভীত হই।

16 আল্লাহ্‌ই আমার হৃদয় মূর্ছিত করেছেন,সর্বশক্তিমান আমাকে ভীষণ ভয় দেখিয়েছেন,

17 যদি আমি অন্ধকারে অবসন্ন হতে পারতাম,ঘোর অন্ধকার আমার মুখ আচ্ছন্ন করে রাখত!

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42