আইউব 26 BACIB

হযরত আইউবের জবাব: আল্লাহ্‌র মহিমার তত্ত্ব পাওয়া যায় না

1 তখন আইউব জবাবে বললেন,

2 তুমি বলহীনের কেমন সাহায্য করলে!দুর্বল বাহুকে কেমন নিস্তার করলে!

3 প্রজ্ঞাহীনকে কেমন পরামর্শ দিলে!বুদ্ধিকৌশল কেমন প্রচুররূপে প্রকাশ করলে!

4 তুমি কার কাছে কথা বললে?তোমার মুখ থেকে কার নিশ্বাস বের হল?

5 জলরাশির নিচে ও জলচর প্রাণীদের নিচে,মৃতদের রূহ্‌ ভয়ে ভীষণ কাঁপছে।

6 তাঁর সম্মুখে পাতাল অনাবৃত,বিনাশ স্থান অনাচ্ছাদিত।

7 তিনি শূন্যের উপরে উত্তর কেন্দ্র বিস্তার করেছেন,অবস্তুর উপরে দুনিয়াকে স্থাপন করেছেন,

8 তিনি স্বীয় নিবিড় মেঘে পানি আট্‌কে রাখেন,তবুও জলধর তার ভারে বিদীর্ণ হয় না।

9 তিনি পূর্ণচন্দ্রের মুখ আচ্ছাদন করেন,নিজের মেঘ দ্বারা তা আবৃত করেন।

10 তিনি জলরাশির উপরে চক্ররেখা লিখেছেন,অন্ধকার ও আলোর মধ্যবর্তী সীমা পর্যন্ত।

11 আসমানের সমস্ত স্তম্ভ কেঁপে ওঠে,তাঁর ভর্ৎসনায় চমকে উঠে।

12 তিনি নিজের পরাক্রমে সমুদ্রকে উত্তেজিত করেন,নিজের বুদ্ধিতে রাহবকে আঘাত করেন।

13 তাঁর শ্বাসে আসমান পরিষ্কার হয়;তাঁরই হাত পলায়মান নাগকে বিদ্ধ করেছে।

14 দেখ, এসব তাঁর পথের প্রান্ত;তাঁর বিষয়ে ক্ষীণ আওয়াজ শোনা যায়;কিন্তু তাঁর পরাক্রমের গর্জন কে বুঝতে পারে?

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42