18 কেননা আমি কথায় পরিপূর্ণ,আমার অন্তরস্থ রূহ্ আমাকে প্ররোচিত করছে।
19 দেখুন, আমার উদর বন্ধ করে রাখা আঙ্গুর-রসের মত,তা নতুন কূপার মত ফেটে যাবার মত হয়েছে।
20 আমি কথা বলবো, বললে উপশম পাব,আমি ওষ্ঠাধর খুলে জবাব দেব।
21 আমি কোন লোকের মুখাপেক্ষাও করবো না,কোন মানুষের চাটুবাদ করবো না।
22 কেননা আমি চাটুবাদ করতে জানি না,করলে আমার নির্মাতা শীঘ্রই আমাকে সংহার করবেন।