11 সেটি কোরবানগাহ্র পাশে উত্তর দিকে মাবুদের সম্মুখে জবেহ্ করবে এবং হারুনের পুত্র ইমামেরা কোরবানগাহ্র উপরে চারদিকে তার রক্ত ছিটিয়ে দেবে।
12 পরে সে তা খণ্ড খণ্ড করবে আর ইমাম মাথা ও চর্বি সহ তা কোরবানগাহ্র উপরিস্থ আগুন ও কাঠের উপরে সাজাবে;
13 কিন্তু তার অন্ত্রগুলো ও পাগুলো পানিতে ধুয়ে নেবে। পরে ইমাম সম্পূর্ণ অংশই কোরবানী করে কোরবানগাহ্র উপরে পুড়িয়ে ফেলবে। এটি পোড়ানো-কোরবানী, মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার।
14 যদি সে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী হিসেবে কোন পাখি উপহার দেয় তবে ঘুঘু কিংবা কবুতরের বাচ্চাদের মধ্য থেকে তার উপহার দেবে।
15 পরে ইমাম তা কোরবানগাহ্র কাছে এনে তার মাথা মুচড়ে কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে এবং তার রক্ত কোরবানগাহ্র পাশে ঢেলে দেবে।
16 পরে সে তার মলের সঙ্গে পালকগুলো নিয়ে কোরবানগাহ্র পূর্ব পাশে ভস্ম রাখার স্থানে নিক্ষেপ করবে।
17 পরে ওর ডানা ভাঙবে, কিন্তু পাখিটি ছিঁড়ে ফেলবে না। এরপর ইমাম কোরবানগাহ্র উপরে, আগুনের উপরিস্থ কাঠের উপরে, তাকে পুড়িয়ে ফেলবে। এটি পোড়ানো-কোরবানী, মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার।