লেবীয় 1 BACIB

পোড়ানো-কোরবানী

1 মাবুদ জমায়েত-তাঁবু থেকে মূসাকে ডেকে বললেন,

2 তুমি বনি-ইসরাইলকে এই কথা বল, তোমাদের মধ্যে কেউ যদি মাবুদের উদ্দেশে উপহার দিতে চায় তবে সে পশুপাল থেকে, অর্থাৎ গরু কিংবা ভেড়ার পাল থেকে তার নিজের উপহার নিয়ে কোরবানী করুক।

3 সে যদি গরুর পাল থেকে পোড়ানো-কোরবানী হিসেবে কোন উপহার দেয় তবে নিখুঁত একটি পুরুষ পশু আনবে। মাবুদের সম্মুখে গ্রাহ্য হবার জন্য জমায়েত-তাঁবুর দরজার কাছে সে তা আনবে।

4 পরে সে পোড়ানো-কোরবানীর জন্য আনা পশুটির মাথায় হাত রাখবে আর তা তার কাফ্‌ফারা হিসেবে তার পক্ষে কবুল করা হবে।

5 পরে সে মাবুদের সম্মুখে সেই ষাঁড় জবেহ্‌ করবে। হারুনের পুত্র ইমামেরা তার রক্ত নিয়ে জমায়েত-তাঁবুর দরজার কাছে স্থাপিত কোরবানগাহ্‌র উপরে সেই রক্ত চারদিকে ছিটিয়ে দেবে।

6 সে ঐ পোড়ানো-কোরবানীর পশুটির চামড়া খুলে তাকে খণ্ড খণ্ড করবে।

7 পরে ইমাম হারুনের পুত্ররা কোরবানগাহ্‌র উপরে আগুন রাখবে ও আগুনের উপরে কাঠ সাজাবে।

8 হারুনের পুত্র ইমামেরা সেই কোরবানগাহ্‌র উপরিস্থ আগুনের ও কাঠের উপরে তার সমস্ত খণ্ড, মাথা ও চর্বি রাখবে;

9 কিন্তু তার অন্ত্রগুলো ও পাগুলো পানিতে ধুয়ে নেবে। পরে ইমাম কোরবানগাহ্‌র উপরে সেসব পুড়িয়ে ফেলবে। এটি পোড়ানো-কোরবানী, মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার।

10 যদি সে ভেড়া কিংবা ছাগলের পাল থেকে পোড়ানো-কোরবানী হিসেবে উপহার দেয় তবে নিখুঁত একটি পুরুষ পশু আনবে।

11 সেটি কোরবানগাহ্‌র পাশে উত্তর দিকে মাবুদের সম্মুখে জবেহ্‌ করবে এবং হারুনের পুত্র ইমামেরা কোরবানগাহ্‌র উপরে চারদিকে তার রক্ত ছিটিয়ে দেবে।

12 পরে সে তা খণ্ড খণ্ড করবে আর ইমাম মাথা ও চর্বি সহ তা কোরবানগাহ্‌র উপরিস্থ আগুন ও কাঠের উপরে সাজাবে;

13 কিন্তু তার অন্ত্রগুলো ও পাগুলো পানিতে ধুয়ে নেবে। পরে ইমাম সম্পূর্ণ অংশই কোরবানী করে কোরবানগাহ্‌র উপরে পুড়িয়ে ফেলবে। এটি পোড়ানো-কোরবানী, মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার।

14 যদি সে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী হিসেবে কোন পাখি উপহার দেয় তবে ঘুঘু কিংবা কবুতরের বাচ্চাদের মধ্য থেকে তার উপহার দেবে।

15 পরে ইমাম তা কোরবানগাহ্‌র কাছে এনে তার মাথা মুচড়ে কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে এবং তার রক্ত কোরবানগাহ্‌র পাশে ঢেলে দেবে।

16 পরে সে তার মলের সঙ্গে পালকগুলো নিয়ে কোরবানগাহ্‌র পূর্ব পাশে ভস্ম রাখার স্থানে নিক্ষেপ করবে।

17 পরে ওর ডানা ভাঙবে, কিন্তু পাখিটি ছিঁড়ে ফেলবে না। এরপর ইমাম কোরবানগাহ্‌র উপরে, আগুনের উপরিস্থ কাঠের উপরে, তাকে পুড়িয়ে ফেলবে। এটি পোড়ানো-কোরবানী, মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27