20 যাদের অন্তর কুটিল সদাপ্রভু তাদের ঘৃণা করেন,কিন্তু যারা নিখুঁত জীবন কাটায় তাদের উপর তিনি সন্তুষ্ট হন।
21 তোমরা নিশ্চয় জেনো দুষ্টেরা শাস্তি পাবেই পাবে,কিন্তু ঈশ্বরভক্তেরা কোন শাস্তি পাবে না।
22 শূকরের নাকে সোনার নথ দিলে যেমন হয়,তেমনি হয় সেই সুন্দরী স্ত্রীলোক যার ভাল-মন্দের বোধ নেই।
23 ঈশ্বরভক্তের মনের ইচ্ছা মংগল বয়ে আনে,কিন্তু দুষ্ট লোকের আশার বদলেকেবল ঈশ্বরের ক্রোধ নেমে আসে।
24 যে কেউ খোলা হাতে দান করে সে আরও বেশী লাভ করে;আবার যে কেউ ন্যায্য খরচ করতে অস্বীকার করেসে অভাবে পড়ে।
25 যে খোলা হাতে দান করে তার উন্নতি হয়;যে অন্যকে তৃপ্ত করে সে নিজেও তৃপ্ত হয়।
26 যে লোক শস্য আটক করে রাখে লোকে তাকে অভিশাপ দেয়,কিন্তু যে তা বিক্রি করে সে আশীর্বাদের পাত্র হয়।