হিতোপদেশ 7 SBCL

1 ছেলে আমার, আমার কথা শোনআর আমার সব আদেশ তোমার অন্তরের মধ্যেজমা করে রাখ।

2 আমার আদেশ পালন কর, তাতে তুমি বাঁচবে।আমার দেওয়া শিক্ষা তোমার চোখের মণির মত করেপাহারা দিয়ে রাখ;

3 তোমার আংগুলগুলোতে তা বেঁধে রাখ,তোমার অন্তরের পাতায় তা লিখে রাখ।

4 জ্ঞানকে বল, “তুমি আমার বোন,”আর বুদ্ধিকে সাথী বল;

5 যাতে তারা তোমাকে ব্যভিচারিণীর হাত থেকে রক্ষা করে,রক্ষা করে সেই মিষ্টি কথায় ভরাবিপথে যাওয়া স্ত্রীলোকের হাত থেকে।

ব্যভিচারিণীর নিমন্ত্রণ

6 আমার ঘরের জানলার জালির মধ্য দিয়ে আমি বাইরে তাকালাম।

7 বোকা লোকদের মধ্যে আমি চেয়ে দেখলাম,যুবকদের মধ্যে আমি এমন একজন যুবককে লক্ষ্য করলামযার বুদ্ধির অভাব ছিল।

8 সে সেই স্ত্রীলোকের বাড়ীর কাছের রাস্তা দিয়ে যাচ্ছিল,তারপর সে তার বাড়ীর দিকের গলিতে গিয়ে ঢুকল;

9 তখন দিনের আলো মিলিয়ে যাবার পর সন্ধ্যা হয়েরাতের গভীর অন্ধকার নেমে এসেছিল।

10 সেই সময় একজন স্ত্রীলোক তার সংগে দেখা করতেবের হয়ে আসল;তার পরনে বেশ্যার পোশাক, আর তার অন্তর ছিল ছলনায় ভরা।

11 সে বিপথে যাওয়া স্ত্রীলোক, জোরে জোরে কথা বলে,তার পা কখনও ঘরে থাকে না;

12 কখনও রাস্তায়, কখনও বাজারে, প্রত্যেকটি মোড়ে সে ওৎ পেতে থাকে।

13 সে সেই যুবককে ধরে চুমু দিল আর বেহায়া মুখে বলল,

14 “আমার ঘরে যোগাযোগ-উৎসর্গের মাংস আছে,আজকেই আমি মানত পূরণ করেছি।

15 তাই আমি তোমার সংগে দেখা করবার জন্য বের হয়ে এসেছি;আমি তোমার খোঁজ করে তোমাকে পেয়েছি।

16 মিসর দেশের বিভিন্ন রংয়ের কাপড়ের তৈরী চাদর দিয়েআমি বিছানা ঢেকেছি;

17 গন্ধরস, অগুরু আর দারচিনি দিয়েআমার বিছানা সুগন্ধযুক্ত করেছি।

18 এস, আমরা সকাল পর্যন্ত দেহ-ভোগে মেতে থাকি,গভীর ভালবাসার মধ্যে আনন্দ ভোগ করি।

19 আমার স্বামী বাড়ীতে নেই, তিনি দূরে যাত্রা করেছেন;

20 তিনি থলি ভরে টাকা নিয়েছেন,পূর্ণিমার আগে ঘরে ফিরবেন না।”

21 মন ভুলানো কথাবার্তার দ্বারা সে তাকে বিপথে নিয়ে গেল,মিষ্টি কথায় তাকে ভুলিয়ে নিল,

22 আর সে তখনই সেই স্ত্রীলোকের পিছনে গেল।গরু যেমন করে জবাই হতে যায়,শিকলে বাঁধা অসাড়-বিবেক লোক যেমন তার শাস্তি পেতে যায়,

23 পাখী যেমন তাড়াতাড়ি ফাঁদে পড়তে যায়আর শেষে তার কলিজায় তীর বিঁধে যায়,তেমনি করে সেই লোক জানেও না যে, এতে তার প্রাণ যাবে।

24 ছেলেরা আমার, এখন তোমরা আমার কথা শোন,আমি যা বলি তাতে কান দাও।

25 তোমাদের মনকে সেই স্ত্রীলোকের পথে যেতে দিয়ো না,তোমরা তার পথে ঘুরে বেড়ায়ো না;

26 কারণ সে অনেকের সর্বনাশ করেছে,আর যাদের সে শেষ করে দিয়েছে তারা সংখ্যায় অনেক।

27 তার ঘরটা হল মৃতস্থানে যাবার পথ,যে পথ মৃত্যুর ঘরে নেমে গেছে।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31