হিতোপদেশ 29 SBCL

1 অনেক বার সংশোধনের কথা শুনেও যে লোকঘাড় শক্ত করে রাখেসে মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যাবে;সে আর উঠতে পারবে না।

2 ঈশ্বরভক্ত লোকদের সংখ্যা বাড়লে লোকে আনন্দ করে,কিন্তু দুষ্ট লোক শাসনকর্তা হলে লোকে কাত্‌রায়।

3 যে লোক জ্ঞান ভালবাসে সে তার বাবাকে আনন্দ দেয়,কিন্তু যে বেশ্যাদের সংগে থাকে সে তার ধন নষ্ট করে।

4 ন্যায়বিচারের দ্বারা রাজা দেশকে স্থির রাখেন,কিন্তু যে ঘুষ খেতে ভালবাসে সে দেশকে ধ্বংস করে ফেলে।

5 যে লোক প্রতিবেশীকে খোসামোদ করেসে নিজের পায়ের নীচে জাল পাতে।

6 দুষ্ট লোক নিজের পাপের দ্বারা ফাঁদে পড়ে,কিন্তু ঈশ্বরভক্ত লোক আনন্দিত হয় ও গান করে।

7 গরীবদের প্রতি যেন ন্যায়বিচার করা হয়সেদিকে ঈশ্বরভক্ত লোকদের চোখ আছে,কিন্তু দুষ্টেরা এই সব কিছুই বোঝে না।

8 ঠাট্টা-বিদ্রূপ কারীরা শহরের মধ্যে গোলমাল বাধিয়ে দেয়,কিন্তু জ্ঞানী লোকেরা মানুষের রাগ শান্ত করে।

9 বুদ্ধিমান লোক যদি অসাড়-বিবেক লোকের বিরুদ্ধে মামলা করেতবে সেই লোক হয় রেগে যাবে না হয় হাসবে,আর তাতে কোন মীমাংসা হবে না। 

10 যারা রক্তপাত করে তারা নির্দোষ লোককে ঘৃণা করেএবং সৎ লোককে মেরে ফেলবার চেষ্টা করে।

11 বিবেচনাহীন লোক তার রাগ পুরোপুরি প্রকাশ করে,কিন্তু জ্ঞানী লোক নিজেকে দমন করে রাখে।

12 যে শাসনকর্তা মিথ্যা কথায় কান দেয় তার সব কর্মচারী দুষ্ট।

13 গরীব ও অত্যাচারী একটা ব্যাপারে সমান-সদাপ্রভু তাদের দু’জনকেই জীবন দিয়েছেন।

14 যে রাজা সততার সংগে গরীবদের বিচার করেনতাঁর সিংহাসন সব সময় স্থির থাকে।

15 সংশোধনের কথা ও শাসনের লাঠি জ্ঞান দান করে,কিন্তু যে ছেলেকে শাসন করা হয় নাসে তার মাকে লজ্জা দেয়।

16 দুষ্ট লোকদের সংখ্যা বাড়লে পাপের বৃদ্ধি হয়,কিন্তু ঈশ্বরভক্ত লোক তাদের ধ্বংস দেখতে পায়।

17 তোমার ছেলেকে শাসন কর,তাতে সে তোমাকে শান্তিতে রাখবেআর তোমার প্রাণে আনন্দ দেবে।

18 যেখানে নবীদের মধ্য দিয়ে ঈশ্বর তাঁর সত্য প্রকাশ করেন নাসেখানকার লোকেরা উচ্ছঙ্খল হয়;কিন্তু সেই লোক ধন্য যে সদাপ্রভুর আইন-কানুন মেনে চলে।

19 কেবল কথার দ্বারা দাসকে সংশোধন করা যায় না;সে বুঝলেও তা মানবে না।

20 তুমি কি এমন লোককে দেখেছযে তাড়াতাড়ি করে কথা বলতে যায়?তার চেয়ে বরং বিবেচনাহীনের বিষয়ে আশা আছে।

21 ছেলেবেলা থেকে যদি কোন দাসকে আশ্‌কারা দেওয়া হয়,শেষে তাকে দমন করা যায় না।

22 রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে,আর বদমেজাজী লোক অনেক পাপ করে।

23 অহংকার মানুষকে নীচে নামায়,কিন্তু নম্র স্বভাবের লোক সম্মান পায়।

24 যে চোরের ভাগীদার সে নিজেই নিজের শত্রু;তাকে শপথনামা শুনানো হলেও সে কোন কিছু স্বীকার করে না।

25 মানুষকে যে ভয় করে সেই ভয় তার পক্ষে ফাঁদ হয়ে দাঁড়ায়,কিন্তু যে সদাপ্রভুর উপর নির্ভর করে সে নিরাপদে থাকে।

26 বিচারে অনেকে শাসনকর্তাকে নিজের পক্ষে আনতে চায়,কিন্তু সদাপ্রভুর কাছ থেকে মানুষ ন্যায়বিচার পায়।

27 ঈশ্বরভক্ত লোকেরা অন্যায়কারীকে ঘৃণার চোখে দেখে,আর যে লোক সোজা পথে চলে দুষ্টেরা তাকে ঘৃণা করে।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31