হিতোপদেশ 31 SBCL

রাজা লমূয়েলের কথা

1 রাজা লমূয়েলের বলা কথা, অর্থাৎ ঈশ্বরের দেওয়া যে কথাতাঁর মা তাঁকে শিক্ষা দিয়েছিলেন।

2 ছেলে আমার, হে আমার গর্ভের সন্তান,হে আমার মানতের সন্তান, তোমাকে কি বলব?

3 স্ত্রীলোকের উপরে তোমার শক্তি ক্ষয় কোরো না;রাজাদের যা ধ্বংস করে তার কাছে নিজেকে দিয়ে দিয়ো না।

4 হে লমূয়েল, রাজাদের পক্ষে, হ্যাঁ, রাজাদের পক্ষেআংগুর-রস খাওয়া উপযুক্ত নয়;মদ খেতে চাওয়া শাসনকর্তাদের পক্ষে উপযুক্ত নয়।

5 মদ খেয়ে তারা আইন-কানুন ভুলে যেতে পারে,আর অত্যাচারিতদের প্রতি অন্যায় বিচার করতে পারে।

6 যারা মরে যাচ্ছে তাদের মদ দাও।যাদের মনে খুব কষ্ট আছে তাদের আংগুর-রস দাও;

7 তারা তা খেয়ে তাদের অভাবের কথা ভুলে যাক,তাদের দুঃখ-কষ্ট আর তাদের মনে না থাকুক।

8 হে লমূয়েল, যারা নিজেদের পক্ষে কথা বলতে পারে নাতুমি তাদের হয়ে কথা বোলো;অসহায়দের অধিকার রক্ষার জন্য তুমি কথা বোলো।

9 চুপ করে থেকো না, ন্যায়বিচার কোরো;দুঃখী আর অভাবীদের অধিকার রক্ষা কোরো।

গুণবতী স্ত্রী সম্বন্ধে

10 ভাল ও গুণবতী স্ত্রী কে পেতে পারে?প্রবাল পাথরের চেয়েও তার মূল্য অনেক বেশী।

11 তাঁর উপর তাঁর স্বামী পরিপূর্ণভাবে নির্ভর করেন;তাঁর স্বামীর সব দিক থেকে লাভ হয়।

12 তাঁর জীবনের সমস্ত সময়েই তিনি স্বামীর ভাল করেন,ক্ষতি করেন না।

13 তিনি ভেড়ার লোম ও মসীনা বেছে নিয়েখুশী মনে নিজের হাতে কাজ করেন।

14 তিনি বাণিজ্যের জাহাজের মতদূর থেকে তাঁর খাবার জিনিস আনিয়ে নেন।

15 অন্ধকার থাকতেই তিনি ওঠেন;তিনি পরিবারের লোকদের খাবারের ব্যবস্থা করেনআর চাকরাণী মেয়েদের খাবার ভাগ করে দেন।

16 কোন জমি কিনবার আগে তিনি সেটা দেখে চিন্তা করেনআর তারপর তা কিনেন;তাঁর নিজের আয় থেকে তিনি আংগুর ক্ষেত করেন।

17 তিনি শক্তির সংগে কোমর বেঁধে কাজে হাত দেনএবং খুব পরিশ্রম করেন।

18 তিনি দেখতে পান যে, তাঁর পরিশ্রম থেকে লাভ ভালই আসছে;রাতেও তাঁর বাতি জ্বলতে থাকে।

19 হাত দিয়ে তিনি সুতা কাটবার টাকু ঘুরানআর আংগুল দিয়ে সুতা কাটেন।

20 দুঃখীদের জন্য তাঁর হাত খোলা;তিনি অভাবীদের দিকে হাত বাড়িয়ে দেন।

21 বরফ পড়লেও পরিবারের জন্য তাঁর কোন ভয় নেই,কারণ তারা সকলেই দামী লাল কাপড় পরে।

22 বিছানার জন্য তিনি চাদর তৈরী করেন;তিনি নিজেও মসীনার কাপড় ও দামী বেগুনে কাপড় পরেন।

23 তাঁর স্বামী শহরের ফটকে সম্মান লাভ করেন;তিনি সেখানে দেশের বৃদ্ধ নেতাদের সংগে বসেন।

24 সেই স্ত্রী মসীনার পোশাক তৈরী করে বিক্রি করেন;কোমর বাঁধবার কাপড় তিনি ব্যবসায়ীদের যোগান দেন।

25 ক্ষমতা ও মর্যাদাই হল তাঁর পোশাক;ভবিষ্যতের দিনগুলোর কথা ভেবে তাঁর কোন চিন্তা-ভাবনা হয় না।

26 তিনি বুদ্ধি করে কথা বলেন;ভালবাসার মনোভাব নিয়ে তিনি নির্দেশ দেন।

27 তাঁর পরিবারের সমস্ত ব্যাপারের দিকে তিনি লক্ষ্য রাখেন;তিনি পরিশ্রম করে খান।

28 তাঁর ছেলেমেয়েরা তাঁকে সকলের সামনে ধন্য বলে;তাঁর স্বামীও তাঁর প্রশংসা করে বলেন,

29 “অনেক স্ত্রীলোক তাদের যোগ্যতা দেখিয়েছে,কিন্তু তুমি তাদের সবাইকে ছাড়িয়ে গেছ।”

30 সুন্দর ব্যবহার ছলনা করতে পারে, সৌন্দর্য স্থায়ী নয়,কিন্তু যে স্ত্রীলোক সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করেসে প্রশংসা পায়।

31 তার কাজের পাওনা সম্মান তাকে দাও;শহরের ফটকে তার কাজই তার প্রশংসা করুক। ॥ভব

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31