হিতোপদেশ 27 SBCL

1 আগামী কালের বিষয় নিয়ে বড়াই কোরো না,কারণ কোন্‌ দিন কি হবে তা তুমি জান না।

2 অন্য লোকে তোমার প্রশংসা করুক,তোমার নিজের মুখ না করুক;হ্যাঁ, অন্য লোকে তা করুক।

3 পাথর ভারী আর বালিও ভারী,কিন্তু অসাড়-বিবেক লোককে রাগিয়ে তুললেসে ঐ দু’টার চেয়েও ভারী হয়।

4 রাগ নিষ্ঠুর আর ভীষণ অসন্তোষ বন্যার মত,কিন্তু হিংসার সামনে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না।

5 কেউ যদি তোমাকে ভালবাসে অথচ তা প্রকাশ না করে,তার চেয়ে বরং কেউ যদি তোমাকেখোলাখুলিভাবে দোষ দেখিয়ে দেয় সে ভাল।

6 শত্রু অনেক চুম্বন করতে পারে,কিন্তু বন্ধুর দেওয়া আঘাতে বিশ্বস্ততা আছে।

7 যার পেট ভরা সে মধুও অগ্রাহ্য করে,কিন্তু যার খিদে আছে তার কাছে তেতোও মিষ্টি লাগে।

8 বাসা ছেড়ে ঘুরে বেড়ানো পাখী যেমন,ঘর ছেড়ে ঘুরে বেড়ানো মানুষও তেমন।

9 সুগন্ধি তেল আর ধূপ মনকে আনন্দ দেয়;ঠিক সেইভাবে বন্ধুর দেওয়া উপদেশবন্ধুর কাছে মিষ্টি লাগে।

10 নিজের কিম্বা বাবার বন্ধুকে ত্যাগ কোরো না;বিপদের সময়ে ভাইয়ের ঘরে যেয়ো না;দূরে থাকা ভাইয়ের চেয়ে কাছে থাকা প্রতিবেশী ভাল।

11 ছেলে আমার, তুমি জ্ঞানবান হওআর আমার মনকে আনন্দিত কর;তাতে যারা আমাকে টিট্‌কারি দেয়তাদের আমি উত্তর দিতে পারব।

12 সতর্ক লোক বিপদ দেখে আশ্রয় নেয়,কিন্তু বোকা লোকেরা বিপদ দেখেও চলতে থাকেআর তার দরুন শাস্তি পায়।

13 যে লোক বিদেশী লোকের জামিন হয় তার পোশাক নিয়ে নাও;যে লোক অন্য কোন দেশের লোকের জামিন হয়তাকেই জামানতের জিনিস হিসাবে রেখো।

14 যে লোক ভোরে উঠে চেঁচিয়ে তার প্রতিবেশীকে আশীর্বাদ করেতা অভিশাপ বলেই ধরে নিতে হবে।

15 ঝগড়াটে স্ত্রী আর বৃষ্টির দিনে অনবরত টপ্‌ টপ্‌ করে বৃষ্টি পড়া-দু’টাই সমান।

16 বাতাস যেমন লুকানো যায় না,আর ডান হাত দিয়ে লাগানো সুগন্ধি তেলের গন্ধযেমন লুকানো যায় না,তেমনি ঝগড়াটে স্ত্রীকেও লুকানো যায় না।

17 লোহা যেমন লোহাকে ধারালো করে,তেমনি একজন আর একজনের জীবনকেকাজের উপযুক্ত করে তোলে।

18 যে লোক ডুমুর গাছের যত্ন নেয় সে তার ফল খাবে;যে তার মনিবের সেবা করে সে সম্মানিত হবে।

19 জলের মধ্যে যেমন মুখের চেহারা দেখা যায়,তেমনি অন্য একজনের স্বভাব দেখে নিজের স্বভাব বোঝা যায়।

20 মৃতস্থান ও নরকের যেমন কখনও তৃপ্তি হয় না,তেমনি মানুষের চোখেরও তৃপ্তি হয় না।

21 রূপা যাচাই করবার জন্য আছে গলাবার পাত্র,আর সোনার জন্য আছে চুলা,কিন্তু মানুষ যে প্রশংসা পায় তা দিয়েই তাকে যাচাই করা হয়।

22 অসাড়-বিবেক লোককে যদিও শস্যের সংগেহামানদিস্তা দিয়ে গুঁড়া করা হয়,তবুও তার বোকামি তাকে ছেড়ে যাবে না।

23 তোমার ছাগল-ভেড়ার পালের অবস্থাতুমি ভাল করে জেনে রেখো,আর তোমার পশুপালের দিকে মনোযোগ দিয়ো;

24 কারণ ধন চিরস্থায়ী নয়,আর মুকুটও বংশের পর বংশের জন্য টিকে থাকে না।

25 ক্ষেত থেকে যখন খড় কেটে ফেলা হবে এবং নতুন ঘাস গজাবেআর পাহাড় থেকে ঘাস কেটে আনা হবে,

26 তখন ভেড়ার বাচ্চারা তোমার কাপড় যোগাবে,আর ছাগল দেবে নতুন জমির দাম;

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31