24 পরিশ্রমী লোকেরা কর্তৃত্ব করে,কিন্তু অলস লোকেরা পরের অধীন হয়।
25 দুশ্চিন্তার ভারে মানুষের অন্তর ভেংগে পড়ে,কিন্তু একটুখানি উৎসাহের কথা তাকে আনন্দ দান করে।
26 ঈশ্বরভক্ত লোক তার প্রতিবেশীকে পথ দেখায়,কিন্তু দুষ্টেরা এমন পথে চলে যা তাদেরই বিপথে নিয়ে যায়।
27 অলস লোক নিজের খাবারের জন্য শিকার করতেও যায় না,কিন্তু মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হল পরিশ্রমী হওয়া।