4 যে কথা মানুষের জীবনে সুস্থতা আনে তা জীবন-গাছের মত,কিন্তু ছলনার কথা মানুষের মন ভেংগে দেয়।
5 অসাড়-বিবেক লোক তার বাবার শাসনকে তুচ্ছ করে,কিন্তু সতর্ক লোক সংশোধনের কথায় কান দেয়।
6 ঈশ্বরভক্তদের ঘর হল মহাধনের ভাণ্ডার,কিন্তু দুষ্টদের আয় বিপদ ডেকে আনে।
7 জ্ঞানীদের মুখ জ্ঞান ছড়ায়,কিন্তু বিবেচনাহীনদের অন্তর তা করে না।
8 দুষ্টদের উৎসর্গ সদাপ্রভু ঘৃণা করেন,কিন্তু খাঁটি লোকদের প্রার্থনায় তিনি খুশী হন।
9 সদাপ্রভু দুষ্টদের পথ ঘৃণা করেন,কিন্তু যারা ন্যায় কাজ করবার জন্য এগিয়ে যায়তাদের তিনি ভালবাসেন।
10 যারা ঠিক পথ ত্যাগ করে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে;যে লোক সংশোধনের কথা ঘৃণা করে সে মরবে।