3 মানুষের নিজের বোকামিই তাকে বিপথে নিয়ে যায়,কিন্তু তবুও তার অন্তর সদাপ্রভুর বিরুদ্ধে ক্ষেপে ওঠে।
4 ধন অনেক বন্ধু নিয়ে আসে,কিন্তু তবুও গরীব লোক তার বন্ধু হারায়।
5 মিথ্যা সাক্ষী শাস্তি পাবেই পাবে;যে সাক্ষী মিথ্যা কথা বলে সে রেহাই পাবে না।
6 উঁচু পদের লোকের দয়া পাবার জন্যঅনেকেই তার খোসামোদ করে,আর যে দান করে সবাই তার বন্ধু হয়।
7 গরীবকে তার আত্মীয়-স্বজনেরা সবাই যখন এড়িয়ে চলেতখন এটা নিশ্চিত যে, তার বন্ধু-বান্ধবেরাতার কাছ থেকে দূরে থাকবে;তার কাকুতি-মিনতিতে তারা কান দেবে না।
8 যে নিজেকে ভালবাসে সে বুদ্ধি লাভ করে;যে বিচারবুদ্ধি ব্যবহার করে চলে সে আশীর্বাদ পায়।
9 মিথ্যা সাক্ষী শাস্তি পাবেই পাবে;যে সাক্ষী মিথ্যা কথা বলে সে ধ্বংস হবে।