10 বিদ্রূপ কারীকে তাড়িয়ে দাও, গোলমালও দূর হবে;ঝগড়া-বিবাদ ও অপমান শেষ হয়ে যাবে।
11 যে লোক খাঁটি অন্তর ভালবাসে আর দয়াপূর্ণ কথাবার্তা বলেসে রাজার বন্ধুত্ব লাভ করে।
12 সদাপ্রভু জ্ঞান রক্ষা করেন,কিন্তু তিনি অবিশ্বস্তদের কথাবার্তা বিফল করে দেন।
13 অলস বলে, “বাইরে সিংহ আছে,রাস্তায় গেলে আমি মারা পড়ব।”
14 ব্যভিচারিণীর কথাবার্তা যেন গভীর গর্ত;যে লোক সদাপ্রভুর ক্রোধের পাত্র সে তার মধ্যে পড়বে।
15 ছেলে বা মেয়ের অন্তরে বোকামি যেন বাঁধা থাকে,কিন্তু শাসনের লাঠি তা তার কাছে থেকে দূর করে দেয়।
16 ধন লাভের জন্য যে লোক গরীবের উপর অত্যাচার করেকিম্বা যে লোক ধনীদের দান করেতাদের দু’জনেরই অভাব হয়।