2 ঈশ্বর কোন বিষয় গোপন রাখলে তাতে তাঁর গৌরব হয়;রাজারা কোন বিষয় তদন্ত করে প্রকাশ করলেতাতে তাঁদের গৌরব হয়।
3 আকাশ যেমন উঁচু আর পৃথিবী গভীর,তেমনি রাজাদের অন্তরের খোঁজ করা যায় না।
4 রূপা থেকে খাদ বের করে ফেল,তাহলে স্বর্ণকার তা দিয়েসুন্দর জিনিস তৈরী করতে পারবে।
5 দুষ্ট কর্মচারীকে রাজার সামনে থেকে সরিয়ে দাও,তাহলে ন্যায় কাজের মধ্য দিয়ে তাঁর সিংহাসন স্থির থাকবে।
6 রাজার সামনে নিজেকে জাহির কোরো না;মহৎ লোকদের মধ্যে নিজের জন্য স্থান দাবি কোরো না;
7 কারণ তুমি যেমন আগে হতে দেখেছসেইভাবে উঁচু পদের লোকের সামনে নীচু হওয়ার চেয়েবরং তোমাকে বলা ভাল, “এখানে উঠে আসুন।”
8 তাড়াতাড়ি আদালতে যেয়ো না,কারণ শেষে তোমার প্রতিবেশী যদি তোমাকে লজ্জায় ফেলেতখন তুমি কি করবে?