5 যে লোক প্রতিবেশীকে খোসামোদ করেসে নিজের পায়ের নীচে জাল পাতে।
6 দুষ্ট লোক নিজের পাপের দ্বারা ফাঁদে পড়ে,কিন্তু ঈশ্বরভক্ত লোক আনন্দিত হয় ও গান করে।
7 গরীবদের প্রতি যেন ন্যায়বিচার করা হয়সেদিকে ঈশ্বরভক্ত লোকদের চোখ আছে,কিন্তু দুষ্টেরা এই সব কিছুই বোঝে না।
8 ঠাট্টা-বিদ্রূপ কারীরা শহরের মধ্যে গোলমাল বাধিয়ে দেয়,কিন্তু জ্ঞানী লোকেরা মানুষের রাগ শান্ত করে।
9 বুদ্ধিমান লোক যদি অসাড়-বিবেক লোকের বিরুদ্ধে মামলা করেতবে সেই লোক হয় রেগে যাবে না হয় হাসবে,আর তাতে কোন মীমাংসা হবে না।
10 যারা রক্তপাত করে তারা নির্দোষ লোককে ঘৃণা করেএবং সৎ লোককে মেরে ফেলবার চেষ্টা করে।
11 বিবেচনাহীন লোক তার রাগ পুরোপুরি প্রকাশ করে,কিন্তু জ্ঞানী লোক নিজেকে দমন করে রাখে।