14 সমাজের লোকদের হাতে পড়েআমি প্রায় মরেই যাচ্ছিলাম।”
15 তোমার নিজের জমা করা জল থেকেই তুমি জল খাও;তোমার নিজের কূয়ার টাটকা জল খাও।
16 তোমার নিজের ফোয়ারার জল কেন বাইরে উপ্চে পড়বে?তোমার স্রোতের জল কেন গিয়ে পড়বে রাস্তায় রাস্তায়?
17 তোমার সন্তানেরা তোমার একারই থাকুক,ব্যভিচারিণীদের তাতে ভাগ না থাকুক,
18 তোমার ফোয়ারায় আশীর্বাদ থাকুক,তোমার যৌবনের স্ত্রীকে নিয়েই তুমি আনন্দ কর।
19 সে ভালবাসাপূর্ণ হরিণী, সৌন্দর্য-ভরা হরিণী;তারই বুক তোমাকে সব সময় সন্তুষ্ট রাখুক,তুমি সব সময় তার ভালবাসায় মেতে থেকো।
20 ছেলে আমার, কেন তুমি ব্যভিচারিণীকে নিয়ে মজে থাকবে?তার বুক কেন তুমি জড়িয়ে ধরবে?