7 দুষ্টদের ভীষণ জুলুম তাদেরই ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়,কারণ তারা ন্যায়ভাবে চলতে অস্বীকার করে।
8 দোষী লোকের জীবন্তপথ আঁকাবাকা,কিন্তু খাঁটি লোক সৎভাবে কাজ করে।
9 ঝগড়াটে স্ত্রীর সংগে বাস করবার চেয়েবরং ছাদের এক কোণায় একা বাস করা ভাল।
10 দুষ্ট লোক ক্ষতি করতে চায়;তার প্রতিবেশী তার কাছ থেকে কোন দয়া পায় না।
11 ঠাট্টা-বিদ্রূপকারীকে শাস্তি দিলে বোকা লোক জ্ঞান লাভ করে;জ্ঞানীকে উপদেশ দিলে সে বুদ্ধি লাভ করে।
12 ন্যায়বান আল্লাহ্ দুষ্টদের পরিবারের লোকদের চোখে চোখে রাখেনআর সেই দুষ্টদের ধ্বংস করেন।
13 যে লোক গরীবদের কান্নায় কান বন্ধ করে রাখে,সে যখন নিজে কাঁদবে তখন কেউ তাতে কান দেবে না।