মেসাল 14 MBCL

1 বুদ্ধিমতী স্ত্রীলোক তার সংসারের উন্নতি করে,কিন্তু যে স্ত্রীলোকের বিবেক অসাড়সে নিজেই তার সংসারের ভাংগন ধরায়।

2 যে সততায় চলে সে মাবুদকে ভয় করে,কিন্তু যে বাঁকা পথে চলে সে তাঁকে তুচ্ছ করে।

3 যার বিবেক অসাড় তার কথাবার্তায় অহংকার প্রকাশ পায়,কিন্তু জ্ঞানীরা তাদের কথার দ্বারা রক্ষা পায়।

4 গরু না থাকলে যাবপাত্র খালি থাকে,কিন্তু বলদের শক্তি দ্বারা প্রচুর ফসল পাওয়া যায়।

5 বিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা বলে না,কিন্তু অবিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা বলে।

6 যে ঠাট্টা-বিদ্রূপ করে সে জ্ঞানের খোঁজ করেও পায় না,কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে সহজেই জ্ঞান লাভ করে।

7 বিবেচনাহীন লোকের কাছ থেকে তুমি চলে যাও,কারণ তার মুখে তুমি জ্ঞানের কথা পাবে না।

8 বিচারবুদ্ধি অনুসারে চলা হল সতর্ক লোকের জ্ঞান,কিন্তু ছলনা হল বিবেচনাহীন লোকের নির্বুদ্ধিতা।

9 অসাড়-বিবেক লোকেরা তাদের দোষ দিয়েএকে অন্যের সংগে বাঁধা থাকে,কিন্তু সৎ লোকেরা বাঁধা থাকে উপকার করবার ইচ্ছা দিয়ে।

10 যার অন্তর তেতো সে তা নিজেই বোঝে;একজনের অন্তরের আনন্দের ভাগী অন্যে হতে পারে না।

11 দুষ্টদের বাড়ী ধ্বংস হয়ে যাবে,কিন্তু সৎ লোকদের তাম্বু বড় থেকে আরও বড় হবে।

12 একটা পথ আছে যেটা মানুষের চোখে ঠিক মনে হয়,কিন্তু সেই পথের শেষে থাকে মৃত্যু।

13 হাসবার সময়েও মনে ব্যথা থাকতে পারে,আর আনন্দের শেষে দুঃখ থাকতে পারে।

14 বেঈমান লোকেরা নিজেদের আচার-ব্যবহারে তৃপ্ত হয়,কিন্তু ভাল লোকেরা নিজেদের আচার-ব্যবহারে আরও বেশী তৃপ্ত হয়।

15 বোকা লোক সব কথাই বিশ্বাস করে,কিন্তু সতর্ক লোক বিচারবুদ্ধি খাটিয়ে চলে।

16 জ্ঞানী লোক খারাপীকে ভয় করে তা থেকে সরে যায়,কিন্তু বিবেচনাহীন লোক নিজের উপর বেশী বিশ্বাস করেদুঃসাহসী হয়।

17 বদমেজাজী লোক বোকার মত কাজ করে,আর কুমতলবকারীকে সবাই ঘৃণা করে।

18 বোকা লোকেরা পাওনা হিসাবে পায় নির্বুদ্ধিতা,আর সতর্ক লোকেরা পুরস্কার হিসাবে পায় জ্ঞান।

19 খারাপ লোকেরা ভাল লোকদের সামনে নত হয়,আর দুষ্টেরা আল্লাহ্‌ভক্ত লোকদের দরজার কাছে নত হয়।

20 গরীবকে তার প্রতিবেশীরা পর্যন্ত অপছন্দ করে,কিন্তু ধনীর অনেক বন্ধু থাকে।

21 যে তার প্রতিবেশীকে তুচ্ছ করে সে গুনাহ্‌ করে,কিন্তু ধন্য সে যে অভাবীদের প্রতি দয়া করে।

22 যারা খারাপ কাজ করবার ফন্দি আঁটে তারা কি বিপথে যায় না?কিন্তু যারা উপকার করবার পরিকল্পনা করেতাদের জন্য আছে বিশ্বস্ততা ও সততা।

23 সমস্ত পরিশ্রম লাভ নিয়ে আসে,কিন্তু শুধু কথাবার্তা কেবল অভাবের দিকে নিয়ে যায়।

24 জ্ঞানীদের পুরস্কার হল তাদের ধন,কিন্তু বিবেচনাহীনদের বোকামি আরও বোকামির জন্ম দেয়।

25 যে সাক্ষী সত্যি কথা বলে সে অন্যের জীবন রক্ষা করে,কিন্তু মিথ্যা সাক্ষী ছলনা করে।

26 মাবুদের প্রতি ভয় থেকে দৃঢ় নিশ্চয়তা আসেআর তার ছেলেমেয়েদের জন্য আশ্রয়স্থান থাকে।

27 মাবুদের প্রতি ভয় জীবনের ঝর্ণার মত;তা লোককে মৃত্যুর ফাঁদ থেকে দূরে রাখে।

28 লোকসংখ্যা বেশী হলে বাদশাহ্‌র গৌরব হয়,কিন্তু প্রজা কম থাকলে বাদশাহ্‌র সর্বনাশ হয়।

29 যে লোক সহজে রাগ করে না সে খুব বুদ্ধিমান,কিন্তু যে লোক হঠাৎ রেগে যায় সে বোকামি তুলে ধরে।

30 শান্ত মন শরীরকে সুস্থ রাখে,কিন্তু হিংসা শরীরকে অসুস্থ করে তোলে।

31 যে লোক গরীবের উপর জুলুম করেসে তার সৃষ্টিকর্তাকে অপমান করে,কিন্তু যে লোক অভাবীকে দয়া করেসে তার সৃষ্টিকর্তাকে সম্মান করে।

32 দুষ্টদের অন্যায় কাজ তাদের পতন ঘটায়,কিন্তু আল্লাহ্‌ভক্ত লোকদের মৃত্যুর সময়েও আশা থাকে।

33 যাদের বিচারবুদ্ধি আছে তাদের অন্তরে জ্ঞান শান্তভাবে থাকে,কিন্তু বিবেচনাহীনেরা তাদের জ্ঞানপ্রকাশ করবার জন্য ব্যস্ত হয়।

34 আল্লাহ্‌র প্রতি ভয় জাতিকে সম্মানিত করেকিন্তু গুনাহ্‌ জাতিকে অসম্মানে ফেলে।

35 যে কর্মচারী বুদ্ধি করে কাজ করে বাদশাহ্‌ তাকে সুনজরে দেখেন,কিন্তু যে কর্মচারী লজ্জাপূর্ণ কাজ করেসে তাঁর রাগের পাত্র হয়।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31