মেসাল 9 MBCL

সুবুদ্ধি আর নির্বুদ্ধির দাওয়াত

1 সুবুদ্ধি তার ঘর তৈরী করেছে;পাথর কেটে সে সাতটা থাম তৈরী করেছে।

2 সে পশু কেটে গোশ্‌ত রান্না করেছেএবং আংগুর-রসের সংগে মসলা মিশিয়েছে;সে খাবার দিয়ে টেবিল সাজিয়েছে।

3 সে তার চাকরাণীদের সব জায়গায় পাঠিয়ে দিয়েছে,আর শহরের সবচেয়ে উঁচু জায়গা থেকেসে ডাক দিয়ে বলছে,

4 “বোকা লোকেরা এখানে আসুক।”যাদের বুদ্ধি নেই তাদের সে বলে,

5 “এস, আমার খাবার খাও,আমার মসলা মেশানো আংগুর-রস খাও;

6 তুমি বোকা লোকদের সংগ ছেড়ে দাও,তাতে তুমি বাঁচবে;তুমি বিচারবুদ্ধির পথে চলাফেরা কর।”

7 ঠাট্টা-বিদ্রূপকারীকে যে সংশোধন করতে যায় সে অপমানিত হয়;দুষ্ট লোকের দোষ যে দেখিয়ে দেয়তাকেই সেই দুষ্ট লোক দোষী করে।

8 ঠাট্টা-বিদ্রূপকারীর দোষ দেখিয়ে দিয়ো না,দিলে সে তোমাকে ঘৃণা করবে;বরং জ্ঞানী লোককে তার দোষ দেখিয়ে দাও,সে তোমাকে ভালবাসবে।

9 জ্ঞানী লোককে উপদেশ দাও, তাতে সে আরও জ্ঞানী হবে;আল্লাহ্‌ভক্ত লোককে শিক্ষা দাও, সে আরও শিক্ষা লাভ করবে।

10 মাবুদের প্রতি ভয় হল সুবুদ্ধির ভিত্তি;আল্লাহ্‌ পাককে জানতে পারলে বিচারবুদ্ধি লাভ হয়।

11 সুবুদ্ধি বলে, “আমার মধ্য দিয়ে তুমি অনেক দিন বেঁচে থাকবে,তোমার আয়ু আরও অনেক বছর বেড়ে যাবে।

12 তুমি যদি জ্ঞানী হও তবে তোমার নিজের লাভ হবে,কিন্তু যদি ঠাট্টা-বিদ্রূপকারী হও তবে তুমি একাই কষ্ট পাবে।”

13 নির্বুদ্ধি স্ত্রীলোকের মত যে গলাবাজি করেসে কোন বাধা মানে না, তার জ্ঞান নেই।

14 সে তার ঘরের দরজার পাশেশহরের সবচেয়ে উঁচু জায়গার আসনে বসে।

15 যারা সেই পথ দিয়ে সোজা নিজের নিজের পথে যায়তাদের সে ডেকে বলে,

16 “বোকা লোকেরা এখানে আসুক।”যাদের বুদ্ধি নেই তাদের সে বলে,

17 “চুরি করা পানি মিষ্টি;যে খাবার লুকিয়ে খাওয়া হয় তা খুব স্বাদ লাগে।”

18 কিন্তু তারা জানেই না যে, মৃত লোকেরা সেখানে থাকে;সেই স্ত্রীলোকের দাওয়াত করা লোকেরা কবরের গভীরে থাকে।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31